Terms And Conditions
★ প্রথম মাসের মধ্যে টিউশন বাতিল হলে এবং গার্ডিয়ান কোন স্যালারি প্রদান না করলে সম্পূর্ণ সার্ভিস চার্জ ফেরত দেওয়া হবে।
★ প্রথম মাসের মধ্যে টিউশন বাতিল হলে এবং গার্ডিয়ান আপনাকে আংশিক স্যালারি প্রদান করলে আপনি আপনি আপনার সম্পূর্ণ সার্ভিস চার্জ ফেরত পাবেন। তবে আপনি যে আংশিক স্যালারি পাবেন সেটার ৫০% আপনি পাবেন এবং ৫০% বিডি টিউশন পাবে।
★ প্রথম মাসের পর টিউশন ধরে রাখা আপনার দায়িত্বশীলতা এবং পারফরম্যান্সের নির্ভর করে। তাই প্রথম মাসের বেতন পাওয়ার আর কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না ।
★ টিউশন বাতিল হলে যেদিন বাতিল হয়েছে সেদিন থেকে ১৫ দিনের মধ্যে অন্য টিউশন রিপ্লেস দেওয়া হবে । ১৫ দিনের রিপ্লেস না হলে পরবর্তী ৭ দিনের মধ্যে রিফান্ড পলিসি অনুযায়ী আপনার সার্ভিস চার্জ রিফান্ড দেওয়া হবে ।
★ আপনি টিউশনে অনিয়মিত, যত সময় পড়ানোর কথা তত সময় দিচ্ছেন না সেক্ষেত্রে টিউশন চলে গেলে কোন সার্ভিস চার্জ ফেরত দেওয়া হবে না ।
★ আপনার ব্যক্তিগত কারণে টিউশন চলে গেলে অথবা ছেড়ে দিলে কোন সার্ভিস চার্জ ফেরত দেওয়া হবে না।
★ মেয়ে টিচারদের ক্ষেত্রে গার্ডিয়ানের বাসায় প্রথম দিন যাওয়ার সময় অবশ্যই একজন পুরুষ গার্ডিয়ান সাথে নিয়ে যাবেন ।